ঘরে বসে দুবাই বিগ টিকিট লটারি কেনার উপায়
ঘরে বসে ডুবাই বিগ টিকেট লটারি কেনার উপায় যারা জানতে চাচ্ছিলেন তাদের জন্যই আজকের আর্টিকেল।
দুবাই পিক লটারি কেনার জন্য বাংলাদেশ থেকেই আবেদন করতে পারবেন এবং খুব সহজেই আপনি ক্রয় করতে পারবেন। তাই ডুবাই বিগ লটারি ক্রয় করার সম্পূর্ণ প্রসেস জানতে আর্টিকেলটি সম্পন্ন পড়ার অনুরোধ রইল।
পেজ সূচিপত্রঃ
দুবাই বিগ লটারি কেনার উপায়
সাম্প্রতিক কিছুদিন আগে দুবাই বিগ টিকিট লটারিতে বাংলাদেশী এক নাগরিক জয়ী হয়েছে। তার পর থেকেই আমাদের মাঝে ডুবাই বিগ লটারি কিনার আগ্রহ বৃদ্ধি পেয়েছে। এবং আপনি জেনে খুশি হবেন যে ডুবাই বিগ লটারি আপনি পৃথিবীর যেকোন প্রান্ত থেকেই ক্রয় করতে পারবেন। অর্থাৎ ডুবাই বিগ লটারি ক্রয় করতে আপনাকে দুবাই অবস্থান করতে হবে এমনটা নয় আপনি চাইলে তাদের ওয়েবসাইটে গিয়ে দুবাই বেগ লটারি ক্রয় করতে পারবেন এবং আপনার ভাগ্য ভালো থাকলে আপনিও দুবাই লটারি জয়ী হওয়ার মাধ্যমে কোটিপতি হতে পারেন।
দুবাইতে কি কি লটারি পাওয়া যায়
দুবাইতে বিভিন্ন ধরনের লটারি পাওয়া যায় যেগুলো স্থানীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবেও পরিচিত নিচে কিছু জনপ্রিয় লটারি তালিকা দেওয়া হলো:
- Dubai Duty Free: এটি সবচেয়ে জনপ্রিয় এবং মর্যাদাপূর্ণ লটারি। প্রতি ড্র-তে মাত্র ৫,০০০ টিকিট ইস্যু করা হয়। এর প্রথম পুরুষ্কার ১ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্য।
- Big Ticket Abu Dhabi: এটি মূলত আবুধাবিতে অনুষ্ঠিত হয়। এর প্রথম পুরস্কার ওয়ান মিলিয়ন থেকে শুরু করে ২৫ মিলিয়ন দিরহাম পর্যন্ত হয়ে থাকে।
- Mahzooz: এই লটারিটা প্রতি সপ্তাহে ড্র করা হয় এবং সাপ্তাহিক ড্র তে মিলিয়ন দিরহাম এর জ্যাকপট দেওয়া হয়।
- Emirates Draw: পরিবেশ বান্ধব সামাজিক উদ্যোগের মাধ্যমে নাম্বার ড্র করা হয় এবং 2014 সাল অনুযায়ী এটি ৭৭ বিলিয়ন পর্যন্ত জ্যাকপট দেয়া হয়ে থাকে।
- Car Raffles: এই লটারিতে মূলত বিভিন্ন ধরনের গাড়ি স্বর্ণ নগদ ক্যাশ ইত্যাদি পুরস্কার থাকে অর্থাৎ এটি কোন নির্দিষ্ট পুরস্কারের কথা উল্লেখ করা থাকে না।
দুবাই বিগ টিকিট লটারির দাম কত
দুবাইতে যেহেতু বিভিন্ন ধরনের লটারি পাওয়া যায় স্থানীয় পর্যায়ে লটারি আন্তর্জাতিক পর্যায়ে লটারি সহ আরো বিভিন্ন ধরনের ড্র অযোগ্য লটারি পাওয়া যায়। এ সকল লটারি গুলোর মধ্যে কোন কোন লটারি সাপ্তাহিকভাবে ড্র করা হয় কোন কোন লটারি মাসিক ড্র করা হয়। লটারির ভিন্নতা থাকার কারণে লটারির দামের ভেতরে বিভিন্ন তারতম্য থাকে।
তবে দুবাই বিগ টিকিট নামে যেটাকে আমরা চিনি সেটার মূল নাম হল "big ticket Abu Dhabi"। Big Ticket Abu Dhabi এর অরিজিনাল মূল্য ৫০০AED যা বাংলা টাকায় কনভার্ট করলে আসে (১ AED = ৩০ টাকা হিসেবে) ১৫,০০০ প্রায়। তবে এটি প্রতিনিয়ত পরিবর্তনশীল অর্থাৎ বাংলাদেশি টাকায় কত টাকা হবে সেটি নির্ভর করে আপনি যখন ক্রয় করতে চাচ্ছেন তখনকার কারেন্সি রেটের উপর তাই ক্রয় করার আগে অবশ্যই কারেন্সি রেট চেক করে নিবেন।
দুবাই লটারি ক্রয়ের নীতিমালা
ডুবাই লটারি ক্রয়ের জন্য অবশ্যই কিছু নীতিমালা মেনে ক্রয় করতে হবে নীতিমালা ভঙ্গ করলে আপনি ক্রিকেট ক্রয়ের অযোগ্য হিসেবে গণ্য করা হবে। বাংলাদেশের জন্য উল্লেখযোগ্য কিছু নীতিমালা নিচে দেওয়া হল:
- ১৮ বছরের নিচে কেউ ডুবাই লটারি ক্রয় করতে পারবেনা।
- একটি লটারি কেবলমাত্র একজনই কিনতে পারবে। দলীয়ভাবে কেনার সুযোগ নেই।
- ফুল পেমেন্ট করে লটারি ক্রয় করতে হবে।
- পুরষ্কার শুধুমাত্র বিজয়ের হাতেই দেওয়া হবে অন্য কারো হাতে হস্তান্তর যোগ্য নয়।
- ডুবাই লটারি পরিচালনা করে থাকেন এমন সংগঠনের কর্মীরা অথবা তাদের পরিবারের সদস্য এই লটারি ক্রয় করতে পারবে না।
বিগ টিকিট কিনতে কি কি লাগে
বাংলাদেশ থেকে ঘরে বসে দুবাই টিকিট লটারি কিনার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার ব্যক্তিগত কিছু তথ্য দিয়ে খুব সহজে আপনি একটি একাউন্ট খুলতে পারবেন। অ্যাকাউন্ট খোলার জন্য
- আপনার নাম
- বর্ত্মান ঠিকানা
- পাসপোর্ট নাম্বার
- জন্মতারিখ
- যোগাযোগের ঠিকানা
এই সকল তথ্য দিয়ে সঠিকভাবে তাদের দেওয়া ফরম পূরণ করে জমা দেওয়ার পর আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হবে। অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেলে আপনি ডুয়েল কারেন্সি পেমেন্ট মেথড ব্যবহার করে অর্থাৎ ডেবিট অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে দুবাই টিকিট ক্রয় করতে পারেন।
ইসলামে বিগ টিকিট কি জায়েজ?
ঘরে বসে ডুবাই বিগ টিকিট লটারি কেনার উপায় তো জেনে নিলেন। কিন্তু এই লটারি কি ইসলামে জায়েজ? নাকি অন্যান্য লটারির মত দুবাই টিকিট ইসলামে নাজায়েজ এই প্রশ্ন একের মাথার মধ্যেই ঘুরপাক খায়। যারা দুবাই টিকিট সম্পর্কে ইসলামী কোন স্কলারের বক্তব্য শোনেন নাই বা জানেন না তাদের জন্যই এই সেকশনটি।
দুবাই বিগ টিকিট হোক কিংবা অন্য যেকোনো ধরনের দেশীয় বা আন্তর্জাতিক টিকিট হোক না কেন সকল টিকিটের জন্যই ইসলামের দৃষ্টিকোণ থেকে একই মাসয়ালা পাওয়া যায়। এই ধরনের সকল টিকিট লটারি বা পদ্ধতি পুরোপুরি ভাবে হারাম যেখানে অনেক সংখ্যক মানুষ অর্থ প্রদান করে কিন্তু সকলে সে অর্থ ফিরে পাই না শুধুমাত্র নির্দিষ্ট কিছু মানুষ অর্থ ফিরে পায়। বা নির্দিষ্ট কিছু মানুষ অধিক পরিমাণ টাকা পেয়ে থাকে। আর খেয়াল করে দেখবেন প্রতিটি লটারি বা টিকিটের সিস্টেমটাও এমনই হয়ে থাকে তাই এ ধরনের সকল টিকিট ইসলামের দৃষ্টিকোণ থেকে হারাম।
শেষ কথা
প্রিয় পাঠক বন্ধুরা আজকের আর্টিকেল এর মাধ্যমে দুবাই টিকিটের সম্পর্কে বলার চেষ্টা করেছি তবে দুবাই টিকিট সম্পূর্ণরূপে নাজায়েজ বা হারাম সে কারণে দুবাই টিকিট ক্রয়ের জন্য নির্দিষ্ট কোন ওয়েবসাইটের তথ্য শেয়ার করা হয় নাই। তাই নিজে নাজায়েজ কাজ করা থেকে বিরত থাকুন অপরকে সতর্ক করুন।
সবশেষে পাঠকদের উদ্দেশ্যে একটাই কথা বলি প্রিয় পাঠকবৃন্দ শেষ পাতার আজকের এই আর্টিকেলটি এখানেই শেষ করছি। আর্টিকেলের মধ্যে কোন প্রকার ভুল ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। একই সাথে কমেন্টে ভুলগুলো ধরিয়ে দেওয়ার অনুরোধ রইলো।
শেষ পাতার কমেন্ট পলিসি মেনে কমেন্ট করুন।
comment url